পানি সম্পদ পরিকল্পনা সংস্থা (ওয়ারপো) সম্প্রতি ৩৫ পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি চার পদে ৩৫ জন কর্মী নিয়োগ দেবে। আগ্রহীদের অনলাইনের মাধ্যমে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
আবেদনপত্রে প্রার্থীর দেওয়া কোনো তথ্য নিয়োগ কার্যক্রমের যেকোনো পর্যায়ে বা নিয়োগদানের পর অসত্য/ ত্রুটিপূর্ণ/ ভুয়া প্রমাণিত হলে তাঁর আবেদনপত্র/ নির্বাচন/ নিয়োগ সরাসরি বাতিল করা হবে। পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য এই ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনকারীকে লিখিত/ মৌখিক/ ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ ডিএ প্রদান করা হবে না।
পানি সম্পদ পরিকল্পনা সংস্থায় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
পদের নাম: উপসহকারী প্রকৌশলী/কার্টোগ্রাফার
পদ সংখ্যা: ১৪ টি
শিক্ষাগত যোগ্যতা: পুরকৌশলে ডিপ্লোমাসহ কার্টোগ্রাফিতে ৫ বছরের অভিজ্ঞতা। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি বা সমমানের জিপিএ থাকা যাবে না।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
পদের নাম: হিসাবরক্ষক
পদ সংখ্যা: ৭ টি
শিক্ষাগত যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রিসহ সরকারি বা আধা সরকারি সংস্থায় ৫ বছরের চাকরির অভিজ্ঞতা। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি বা সমমানের জিপিএ থাকা যাবে না।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ৭ টি
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি বা সমমানের জিপিএ থাকা যাবে না।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ৭ টি
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি বা সমমানের জিপিএ থাকা যাবে না।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
বয়সসীমা
আগ্রহী প্রার্থীদের বয়স ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
যেভাবে আবেদন করবেন?
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে দেওয়া নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন পূরণসংক্রান্ত নিয়মাবলি ও আবেদন ফি জমা দেওয়ার প্রক্রিয়া ওয়ারপোর ওয়েবসাইট ও টেলিটকের এই ওয়েবসাইট থেকে জানা যাবে।
অনলাইনে আবেদন ফি
পরীক্ষার ফি বাবদ ৪টি পদের জন্য আলাদা আলাদা ফি প্রদান করতে হবে। উপসহকারী প্রকৌশলী পদের জন্য ৫০০ টাকা, সার্ভিস চার্জ ৬০ টাকাসহ মোট ৫৬০ টাকা; হিসাবরক্ষক পদের জন্য ৪০০ টাকা, সার্ভিস চার্জ ৪৮ টাকাসহ মোট ৪৪৮ টাকা; অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের জন্য ৪০০ টাকা, সার্ভিস চার্জ ৪৮ টাকাসহ মোট ৪৪৮ টাকা এবং অফিস সহায়ক পদের জন্য ৩০০ টাকা, সার্ভিস চার্জ ৩৬ টাকাসহ মোট ৩৩৬ টাকা অনলাইনে ফরম পূরণের সময় থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি–পেইড মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা
২৫ জানুয়ারি ২০২২, সকাল ১০টা থেকে ১৬ ফেব্রুয়ারি ২০২২ রাত ১২টা পর্যন্ত।