NSI তে ওয়াচার কনস্টেবল এর কাজ কি? যোগ্যতা, বেতন এবং কর্মক্ষেত্র

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা যা এনএসআই নামে পরিচিত, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধান ও স্বাধীন আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা। এনএসআইয়ের প্রধান কার্যালয় বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত। এনএসআই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অভ্যন্তরীণ নিরাপত্তা, কাউন্টার-ইন্টেলিজেন্স ও বৈদেশিক গোয়েন্দা সম্পর্কিত ক্ষেত্রগুলোতে নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করে। এনএসআই বাংলাদেশের অন্যান্য গোয়েন্দা সংস্থা যেমন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর, পুলিশের বিশেষ শাখা, সেনা গোয়েন্দা ও নৌ গোয়েন্দা প্রভৃতির মধ্যে বৃহত্তম। সংস্থাটি সরাসরি বাংলাদেশের প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে পরিচালিত হয়।

বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে সংস্থাটির দপ্তর রয়েছে। পাশাপাশি যুগ্ম-পরিচালকের নেতৃত্বে বাংলাদেশের জেলাসমূহে স্থানীয় ইউনিট রয়েছে। বাংলাদেশের বৃহত্তম গোয়েন্দা সংস্থা হিসেবে এনএসআই প্রধান কার্যক্রমগুলোর মধ্যে মূলত বৈদেশিক সরকার, নির্দিষ্ট ব্যক্তি, সংস্থা, রাজনৈতিক দল ও বিভিন্ন ধর্মীয় দল এবং কাউন্টার-ইন্টেলিজেন্স সম্পর্কিত নানা ধরনের তথ্য সংগ্রহ করা।

এনএসআই তে ওয়াচার কনস্টেবল পদের শিক্ষাগত ও যোগ্যতা কি?

এসএসসি বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ।

উচ্চতাঃ পুরুষদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে ৫ ফুট। বুকের মাপঃ পুরষ ও মহিলা উভয় প্রার্থীদের ক্ষেত্রে ৩১-৩৩ ইঞ্চি পর্যন্ত।

ওয়াচার কনস্টেবল এর বেতন কত?

ওয়াচার কনস্টেবল ১৭তম গ্রেড এর একটি চাকরি । তাই এর বেতন স্কেল ৯০০০ থেকে ২১,৮০০ টাকা পর্যন্ত বা সর্বসাকুল্যে ২১,৮০০ টাকা ।

পড়ুনঃ ফায়ার ফাইটার এর কাজ কি? যোগ্যতা, বেতন এবং পদোন্নতি-ফায়ার সার্ভিস

এনএসআই তে ওয়াচার কনস্টেবল কি এবং এর কাজ কি?

ওয়াচ থেকে ওয়াচার। ওয়াচার কন্সটেবল এর কাজ হচ্ছে নজরদারি, পাহারা ইত্যাদি।

খুব সহজে বলি, ধরেণ আপনি এনএসআই এর একজন ফিল্ড এজেন্ট। আপনার বস অর্থ্যাৎ একজন কেস অফিসার (এ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা ডেপুটি এ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যে কেউ হতে পারে) আপনাকে একটা এ্যাসাইনমেন্ট দিল।

এস্যাইনমেন্টটা হচ্ছে দেশের অভন্ত্যরে কাজ করা এক বিদেশী এনজিও’র হাড়ির খবরটুকু পর্যন্ত বের করে আনা। এইকাজগুলো করতে হলে সেই এনজিও’র সদস্য থেকে কর্মকর্তাদের গতিবিধির উপর আপনার নজরদারি থাকতে হবে।

আপনি আপনার এ্যাসেটস কাজে লাগিয়ে (অফিসিয়াল সোর্স বা আপনার রিক্রুট করা সোর্স, যারা আনঅফিসিয়ালি কাজ করে এবং শুধু আপনার জন্যই কাজ করবে) একটা লিড পেলেন। এখন সেই লিডের সাথে জড়িত ব্যাক্তিবিশেষ বা ব্যক্তিবর্গের উপর আপনাকে যদি নজরদারি চালাতে হয় তাহলে আপনি সশরীরের সেটা করতে গেলে বেশ ঝামেলারই হবে।

সেইজন্য আপনি একজন ওয়াচার কন্সটেবল নিয়োগ দিলেন তাদের গতিবিধি নজরদারি করার।

সোজা কথায় এদের কাজ হচ্ছে নির্দেশ অনুযায়ী কোন ব্যক্তি, গোষ্ঠী, অফিস, বা ভবনের উপর নজরদারি করে প্রয়োজনীয় তথ্য জোগাড় করা। ইন্টেলের দুনিয়াতে এই পদে কাজ করা মানুষের বেতন কম হলেও প্রয়োজনীয়তা অনেক বেশী।

আরও পড়ুনঃ পুলিশ কনস্টেবল এর কাজ কি? যোগ্যতা, বেতন, পদোন্নতি এবং আবেদন প্রক্রিয়া

ওয়াচার কনস্টেবল পদের চাকরি প্রার্থীদের পদোন্নতি কিভাবে হয়?

ওয়াচার কনস্টেবল নিয়োগটি ১৭তম গ্রেড এর চাকরি হওয়ায় সেটি ১৫তম গ্রেড এ উন্নতি করার অনেক সুযোগ রয়েছে । যদিও সেটি অনেক কষ্টের একটি ব্যাপার ।

ওয়াচার কনস্টেবল এর পোস্টিং কোথায় হয়?

ওয়াচার কনস্টেবলকে সাধারণত ২ (দুই) টি জায়গায় পোষ্টিং দেয়া হয়

১। কারাগারের ভিতরে অর্থাৎ কারাগারে যে সব লোক বন্দি আছে, সে বন্দিদের দেখাশোনা এবং দায়িত্বে নিয়োজিত থাকবে ।

২। ফিল্ড অফিসারের আন্ডারে ফিল্ডে (মাঠে) পোষ্টিং দেয়া হয়ে থাকে।

ওয়াচার কনস্টেবল এর নিয়োগ পরীক্ষা MCQ নাকি লিখিত নেয়া হবে?

NSI এমন একটি নিয়োগ যার অনেক কিছুই সাধারণ মানুষের কাছে ক্লিয়ার নয়, যেমন অন্য সব চাকরির সিলেবাস কেমন হবে কোন নিয়মে পরীক্ষা নেয়া হবে তা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করে দেয়া থাকে । কিন্তু NSI অন্য সব নিয়োগ বিজ্ঞপ্তির ব্যতিক্রম এর নিজস্ব কোনো সিলেবাস নেই । তাই NSI এর নিয়োগ সম্পর্কে জানা আমাদের অনেকটাই ডিফিকাল্ট হয়ে পড়ে।

অনেকের মধ্যে এই প্রশ্নটি থাকে যে ওয়াচার কনস্টেবল এর পরীক্ষা কীভাবে নেয়া হয় । অনেকে পার্সোনালি এই প্রশ্নটির উত্তর আমাদের কাছে জানতে চেয়েছেন । এই প্রশ্নটির উত্তর হয়তো কারোই সঠিকভাবে জানা নেই । এক কথায় বলতে গেলে NSI এর প্রতিটি চাকরিই ধোয়াশার মধ্যে যা স্পষ্ট করে কোথাও বলা হয়নি । কিন্তু পূর্বের অভিজ্ঞতা থেকে বলা যেতে পারে এর লিখিত পরীক্ষা হওয়ার সুযোগ খুবই কম, শুধু MCQ পরীক্ষা নেয়া হবে । যেহেতু এটি মাধ্যমিক লেবেলের একটি পরীক্ষা সেহেতু ওয়াচার কনস্টেবল চাকরির জন্য লিখিত পরীক্ষার চান্স খুবই সামান্য । এমনকি ব্যবহারিক কিছু পরীক্ষা ও থাকতে পারে।

গুরুত্বপূর্ণঃ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দায়িত্ব কর্তব্য এবং কাজ কি?

NSI এর ওয়াচার কনস্টেবল পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে কোন কোন বই পড়তে হবে?

ওয়াচার কনস্টেবল পরীক্ষার প্রস্তুতির জন্য প্রাইমারি শিক্ষক নিয়োগের যে গাইড আছে অথবা সম্প্রতি নিবন্ধনের যে গাইড আছে এই গাইডগুলো আপনি সংগ্রহ করে পড়তে পারেন । এগুলো যদিও খুব স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন আমার বিশ্বাস এই দুটি গাইড পড়লে ওয়াচার কনস্টেবল এর জন্য আপনার প্রস্তুতি অনেক ভালো হবে ।

মান বন্টন

  • বাংলা- ১০
  • ইংরেজী- ১০
  • অংক- ১৫
  • সাধারন জ্ঞান- ১৫
  • বিজ্ঞান- ১০
  • কম্পিউটার- ১০
  • আইকিউ- ১০

শেষ কথাঃ

ওয়াচার কনস্টেবল নিয়ে আপনাদের যে প্রশ্নগুলো মনের মাঝে ঘুরপাক করে সেগুলো যতটা সম্ভব উত্তর দিয়ে দেয়া হয়েছে তারপরও যদি ওয়াচার কনস্টেবল নিয়ে আপনাদের কিছু জানার প্রয়োজন পড়ে তাহলে সেটি নিচের কমেন্ট বক্সে লিখে দিতে পারেন যতটা দ্রুত সম্ভব আপনার প্রশ্নের উত্তর দেয়া হবে।

আরও জানতে চান?

2 thoughts on “NSI তে ওয়াচার কনস্টেবল এর কাজ কি? যোগ্যতা, বেতন এবং কর্মক্ষেত্র”

  1. ওয়াচার কনস্টেবল এর জন্য সরকার থেকে কি ফ্ল্যাট দেওয়া হয় নাকি?

    Reply
    • আপনার মুল্যবান প্রশ্নের উত্তর অতি দ্রুত জানানো হবে। দয়া করে সময় দিয়ে সাহায্য করবেন। ধন্যবাদ

      Reply

Leave a Comment