বর্তমান বিশ্বে বিদেশি ভাষা শিক্ষা একটি অপরিহার্য বিষয়। ২১ শতকের গতিশীলতায় বহুজাতি সংস্কৃতিগুলো পরস্পরের সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে। সেই সাথে সম্প্রদায়গুলো অভ্যস্ত হয়ে উঠছে একে অপরের সাথে নিরবচ্ছিন্ন যোগাযোগে।
অনুবাদক সংস্থা, ট্যুরিজম কম্পানি বা ট্র্যাভেল এজেন্সি, পাঁচতারা হোটেল, মোটেল, রিসোর্ট, বিমান ও পরিবহন কম্পানিতে আছে বিদেশি ভাষা জানা মানুষের অনেক চাহিদা। বিভিন্ন দেশের দূতাবাস, বিদেশি মিশন, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা, বেসরকারি উন্নয়ন সংস্থা ও বিভিন্ন প্রকল্পে দক্ষ দোভাষীর ব্যাপক কদর রয়েছে। এ ছাড়া বিভিন্ন দেশে চাকরির আবেদনের ক্ষেত্রে সে দেশের ভাষা জানা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হয়।
উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলো ভবিষ্যত বিশ্ব নেতাদের চিহ্নিত করার জন্য শিক্ষার্থীদের যাচাই-বাছাই করছে। নিয়োগকর্তারা এমন লোক খুঁজছে যারা বহির্বিশ্বের সাথে যোগাযোগ করতে পারে। ফলে নির্দিষ্ট দেশের ভাষা আয়ত্ত্বের মাধ্যমে সে দেশে বৃহত্তর একাডেমিক অর্জনের পাশাপাশি চাকরি ক্ষেত্রেও মিলছে বিস্তর সুযোগ। তাই আজকে থাকছে উন্নত ক্যারিয়ারের জন্য সহায়ক তেমনি কয়েকটি প্রয়োজনীয় বিদেশি ভাষার কথা।
জাপানিজ ভাষা শিখে দেশেই ক্যারিয়ার গড়ুন
১২০ মিলিয়নেরও বেশি জাপানিজ ভাষাভাষি মানুষের দেশ জাপান বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি, প্রযুক্তিগত উদ্ভাবন, ইলেকট্রনিক্স এবং অটোমোবাইল শিল্পের অত্যন্ত উন্নত স্তরের অধিষ্ঠিত। সুতরাং গ্যাজেট সম্পর্কিত যে কোন ব্যবসার জন্য জাপানি ভাষা শেখা অবধারিত। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, ম্যানুফ্যাকচার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং লজিস্টিকসে চাকরির সুযোগের জন্য প্রাসঙ্গিক শিল্প-মান দক্ষতার সাথে জাপানিজ ভাষা দক্ষতার অগ্রাধিকার দেয়া হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউট এবং থ্যানেক্স জাপানিজ স্কুল জাপানিজ ভাষা শেখার জন্য সেরা জায়গা।
জার্মান ভাষা শিখে দেশেই ক্যারিয়ার গড়তে পারবেন
ইউরোপকেন্দ্রিক ক্যারিয়ারে সাফল্যের চাবিকাঠি হচ্ছে জার্মান শেখা। জার্মান ১০০ মিলিয়নেরও বেশি লোকের কথিত ভাষা। এছাড়াও অস্ট্রিয়া, বেলজিয়াম, ডেনমার্ক, হল্যান্ড, লিচেনস্টাইন, লুক্সেমবার্গ এবং সুইজারল্যান্ডেও ব্যাপকভাবে জার্মান বলা হয়। ইউরোপের অর্থনীতিতে চতুর্থ বৃহত্তম অবস্থানে রয়েছে জার্মানি। এখানে ফিনান্স, ইঞ্জিনিয়ারিং, ম্যানুফ্যাকচার, ডিজাইন বা ফার্মাসিউটিক্যাল্স ক্ষেত্রগুলোতে পেশাদারের চাহিদা প্রচুর।
বাংলাদেশে ইতোমধ্যে জার্মান শেখার বিস্তর সুযোগের সৃষ্টি হয়েছে। তন্মধ্যে সবচেয়ে উপযুক্ত প্রতিষ্ঠান হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউট এবং বাংলাদেশের জার্মান দূতাবাস স্বীকৃত গোথ ইন্সটিটিউট বাংলাদেশ।
পড়ুনঃ বিদেশে উচ্চশিক্ষার জন্য যাওয়ার সুবিধা এবং অসুবিধা কি?
ম্যান্ডারিন চাইনিজ ভাষা শিখে নিজ দেশেই ক্যারিয়ার
গত দুই দশকে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে ম্যান্ডারিন একটি গুরুত্বপূর্ণ ভাষায় পরিণত হয়েছে। উৎপাদন এবং রপ্তানি শিল্পে প্রচুর কর্মসংস্থানের সুযোগের উদ্ভব হওয়ায় ম্যান্ডারিনে দক্ষতার চাহিদা বেড়েছে। এছাড়া অন্যান্য অভাবনীয় শিল্পের মধ্যে আছে ইঞ্জিনিয়ারিং, ফিনান্স এবং লজিস্টিকস।
ম্যান্ডারিন চাইনিজ চীন এবং তাইওয়ানের ৮০০ মিলিয়নেরও বেশি মানুষের মাতৃভাষা। এছাড়াও ভাষাটি ইন্দোনেশিয়া, হংকং, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই, মঙ্গোলিয়া এবং ফিলিপাইনেও ব্যাপকভাবে ব্যবহৃত হয়। সেই সূত্রে সিভিতে ম্যান্ডারিন ভাষার সংযোজন যে কোন প্রার্থীর মান উন্নত করতে পারে।
বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউট এবং ঢাকা ল্যাঙ্গুয়েজ ক্লাব-এ ম্যান্ডারিন চাইনিজ ভাষা শেখানো হয়।
তুর্কী ভাষা শিখে দেশেই ক্যারিয়ার গড়ার সুযোগ
বিশ্ব জুড়ে আনুমানিক ৭৫ মিলিয়ন মানুষের মাতৃভাষা তুর্কি যা এটিকে বিশ্বের শীর্ষ ১৫টি সর্বাধিক কথ্য মাতৃভাষায় অন্তর্ভুক্ত করেছে। তুরস্ক ছাড়াও, তুর্কি-ভাষী আছে বলকান, ককেশাস এবং পশ্চিম ইউরোপে। তুর্কি অভিবাসীদের বৃহত্তম অংশটি বাস করেন জার্মানিতে, যেখানে জার্মানির পরে তুর্কি দ্বিতীয় সর্বাধিক কথ্য ভাষা।
এখানে প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, এনার্জি, ট্যুরিজম, ফিন্যান্স, আইন, ব্যবসার মতো বৈচিত্র্যময় সেক্টরে অসংখ্য ক্যারিয়ারের সুযোগ বিদ্যমান। পাবলিক সেক্টরে কর্মজীবনে আগ্রহীদের জন্য কূটনীতি, বুদ্ধিমত্তা এবং সামরিক ক্ষেত্রগুলোতে সক্রিয়ভাবে নিয়োগের সুযোগ তৈরি হয়েছে। সেইসাথে শিক্ষার্থীদের জন্য বৃত্তি এবং ফেলোশিপেরও ব্যবস্থা আছে।
বাংলাদেশে তুর্কী শেখার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউট।
Read: ফার্মাসিউটিক্যালস চাকরি কেমন? নতুনদের চাকরির সুযোগ সবচেয়ে বেশি
স্প্যানিশ ভাষা শিখে দেশেই ক্যারিয়ার গড়ুন
বিশ্বব্যাপী ৪৮০ মিলিয়নেরও বেশি স্থানীয় ভাষাভাষীদের মধ্যে স্প্যানিশ ২১টি দেশের রাষ্ট্রিয় ভাষা। এটি মধ্য এবং দক্ষিণ আমেরিকার ক্রমবর্ধমান বাজারে কর্মসংস্থানের সুযোগের গেটওয়ে।
এখানে মানব সম্পদের সবচেয়ে বেশি চাহিদা রয়েছে মিডিয়া, এবং ব্যাংকিংয়ে। পাশাপাশি চিকিৎসা, সামাজিক, শিক্ষা এবং বিপণনেও বেশ ভালো সুযোগ আছে।
শতকরা ৮৫ ভাগ আমেরিকান নিয়োগকর্তা স্প্যানিশকে সবচেয়ে বেশি চাহিদাযুক্ত বিদেশি ভাষা হিসাবে তালিকাভুক্ত করেছেন।
অনেকটা ইংরেজির মত হওয়ায় সহজে যে কেউ স্প্যানিশ রপ্ত করতে পারে। বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউট খন্ডকালীন ও দীর্ঘ মেয়াদে স্প্যানিশ ভাষা শেখা যায়।
কোরিয়ান ভাষা শিখে ক্যারিয়ার গড়বেন যেভাবে
দক্ষিণ কোরিয়া হল বিশ্বের অন্যতম অর্থনৈতিক শক্তি। প্রতি বছর হাজার হাজার পর্যটক এবং আন্তর্জাতিক কোম্পানির চমৎকার মিলনমেলা এই দেশটি। এটি বিশ্বের ষষ্ঠ বৃহত্তম রপ্তানিকারক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সপ্তম বৃহত্তম ব্যবসায়িক অংশীদার।
গত দশ বছরে কোরিয়া এশিয়ায় অধ্যায়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সবচেয়ে জনপ্রিয় গন্তব্যে পরিণত হয়েছে। কোরিয়ান-পপ, কোরিয়ান-ড্রামা এবং কোরিয়ান ফ্যাশনের ক্রমবর্ধমান জনপ্রিয়তার সাথে উত্থান হয়েছে কোরিয়ান ওয়েভ-এর। এছাড়াও কোরিয়া ডিজিটাল প্রযুক্তি শিল্পের নেতৃস্থানীয় শক্তি এবং ইন্টারনেট-সংযুক্ত সমাজের সাথে সবচেয়ে উদ্ভাবনী দেশগুলোর মধ্যে একটি।
বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউট এবং বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার-এ কোরিয়ান শেখার সুযোগ আছে।
ফরাসি ভাষা শিখে দেশেই ক্যারিয়ার গড়তে
বিশ্ব রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক এবং কূটনীতির পরিমণ্ডলে প্রবেশ করতে হলে বা আফ্রিকা ভিত্তিক শিল্পে কাজ করতে আগ্রহীদের জন্য ফরাসি ভাষা অবশ্যই প্রথম পছন্দ হতে হবে।
ফরাসি ভাষা ২৯টি দেশের মোট ২২০ মিলিয়নেরও বেশি লোকের কথ্য ভাষা। আফ্রিকাতে জনসংখ্যা বৃদ্ধির কারণে এই ভাষাটির দ্রুত প্রসার লাভ করছে। কানাডাতেও এর ব্যবহার পরিলক্ষিত হয়।
ফরাসি গুরুত্বপূর্ণ কতক কূটনৈতিক সংস্থা এবং গভর্নিং বডি যেমন জাতিসংঘ, উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা (ন্যাটো), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু), এবং ফুটবল ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাসোসিয়েশন (ফিফা) দ্বারা গৃহীত ভাষা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউট এবং আলিয়ঁস ফ্রঁসেস প্রতিষ্ঠানগুলোতে ফরাসি ভাষা শেখা যেতে পারে।
দেখুনঃ পুলিশের এস. আই পদে নিয়োগ পদ্ধতি এবং ক্যারিয়ারের সুবিধা-অসুবিধা কি?
আরবি ভাষা শিখে দেশেই ভালো ক্যারিয়ার
তৈল শিল্প, এনার্জি সেক্টর বা হাই-এন্ড কনস্ট্রাকশনের কর্মীদের জন্য আরবি ভাষা দক্ষতা আবশ্যক। বিশ্বের ২৭টি দেশে প্রায় ৩০০ মিলিয়ন আরবি ভাষাভাষি লোক আছে। এই একটি ভাষা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ক্যারিয়ার তৈরির সহায়ক ভূমিকা পালন করতে পারে।
যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মধ্যপ্রাচ্যের ব্যবসায়িক সম্পর্ক অত্যন্ত শক্তিশালী। তাই ইংরেজির পাশাপাশি আরবি ভাষা শিক্ষা হতে পারে উন্নত ক্যারিয়ারের সেরা মাধ্যম।
বিশ্বের চতুর্থ বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশে মসজিদ-মাদ্রাসার আধিক্য থাকায় প্রচুর সুযোগ আছে আরবি শেখার। ইসলামিক ফাউন্ডেশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউট ভালো মানের দুটি আরবি ভাষা শিক্ষা কেন্দ্র।
ইতালিয়ান ভাষা শিখে দেশেই ক্যারিয়ার গড়ুন
ইতালিয়ান ইতালিসহ সান মারিনো, সুইজারল্যান্ড এবং ভ্যাটিকানের রাষ্ট্রীয় ভাষা। এটি ৬৫ মিলিয়ন লোকের মাতৃভাষা। এছাড়াও বিশ্ব জুড়ে ইতালীয় অভিবাসী এবং তাদের বংশধরদের সংখ্যা প্রায় কয়েক মিলিয়ন।
ফ্যাশন, ডিজাইন, চারুকলা ও সংস্কৃতি, খাদ্য ও পানীয় উৎপাদন এবং বিতরণ, ফুটবল, বিলাসবহুল গাড়ি শিল্প, এমনকি ভ্যাটিকান ক্যারিয়ারের জন্য ইতালিয়ান শ্রেষ্ঠ ভাষা।
এখানে ইতালিয়ান ভাষা বলা সুযোগ সৃষ্টি করতে পারে ফিয়াট, ফেরারি, ল্যাম্বোর্গিনি, ও আর্মানি’র মতো বিশ্ব বিখ্যাত ব্র্যান্ডগুলোতে।
বাংলাদেশে ইতালিয়ান ভাষা শেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউট এবং ঢাকা ল্যাঙ্গুয়েজ ক্লাব-এ।
রাশিয়ান ভাষা শিখে যেভাবে ক্যারিয়ার গড়বেন
বিশ্বব্যাপী ২৫০ মিলিয়ন রাশিয়ান ভাষা ব্যবহারকারিদের মধ্যে বেশিরভাগই বাস করে রাশিয়ায়। বাকিরা সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র যেমন ইউক্রেন, লাটভিয়া এবং কাজাখাস্তানের বাসিন্দা।
রাশিয়ার ক্রমবিকশিত অর্থনীতির নেপথ্যে রয়েছে এর শক্তিশালী আন্তর্জাতিক বাণিজ্য, সরবরাহ, খনি এবং তৈল ও এনার্জি সেক্টর।
জার্মানির মতো রাশিয়াও বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত পেশাগুলোতে জনপ্রিয়, তাই যে কোনও উদীয়মান বিজ্ঞানী বা প্রযুক্তিবিদের জন্য রাশিয়া স্বর্গ হতে পারে।
রাশিয়ান ভাষার জন্য উপযুক্ত জায়গা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউট এবং রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্র।
পারস্পরিক যোগাযোগের দক্ষতা শিক্ষা ক্ষেত্র থেকে শুরু করে প্রতিটি কর্মক্ষেত্রে সবচেয়ে প্রত্যাশিত বিষয়। আর এই দক্ষতার মূলে থাকে ভাষা। কেননা কোন গোষ্ঠী বা সম্প্রদায়ের কাছাকাছি পৌঁছার সর্বশ্রেষ্ঠ মাধ্যম হলো তাদের মানুষগুলো যে ভাষায় কথা বলে তাদের সাথে সে ভাষাতেই কথা বলা। বিশ্বের বিভিন্ন অঞ্চলে বিনা দ্বিধায় বিচরণের জন্য বিদেশি ভাষা শিক্ষা উৎকৃষ্ট হাতিয়ার। এর মাধ্যমেই কোন একটি নির্দিষ্ট দেশের মানুষ পুরোদস্তুর পরিণত হতে পারে বিশ্বের নাগরিকে।
বিদেশি ভাষা শিখে দেশেই চাকরি করুন
অনুবাদ করাই প্রধান কাজ, বিভিন্ন অনুবাদক সংস্থা ও বিদেশি দূতাবাসে আছে অনুবাদক হিসেবে কাজের অনেক সুযোগ।
এ ছাড়া বড় বড় কম্পানিতে অনুবাদে দক্ষদের নিয়োগ দেওয়া হয়। গণমাধ্যমগুলোয় আন্তর্জাতিক সংবাদ বাংলায় অনুবাদের পাশাপাশি অন্যান্য ভাষায় অনুবাদেরও অনেক কাজ থাকে। দেশি-বিদেশি গণমাধ্যম, দূতাবাস, এনজিও ও অনুবাদকেন্দ্রে অনেক চাহিদা অনুবাদকের। চায়নিজ, কোরিয়ান বা জাপানিজ ভাষা জানা আছে এমন মানুষের চাহিদা বাড়ছে দিনকে দিন।
দলিল, হলফনামা, জীবনবৃত্তান্ত, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সনদ, মামলা-মোকদ্দমার কাগজপত্র, ভিসাসংক্রান্ত বিভিন্ন কাগজ অনুবাদের কাজ করেন অনুবাদকরা। এ ছাড়া সাহিত্যের জগতে কদর তো আছেই। বিদেশি ভাষার সাহিত্য অনুবাদ করে অনেক বই প্রকাশ করা হয়। বিভিন্ন প্রকাশনীর সঙ্গে যোগাযোগ করে অনুবাদকের কাজ করা যায়।
আরও পড়ুনঃ পুলিশ কনস্টেবল এর কাজ কি? যোগ্যতা, বেতন, পদোন্নতি এবং আবেদন প্রক্রিয়া
ভাষা শিখে প্রধান কাজটা হয় দোভাষীর
বিদেশি ভাষায় দক্ষতা অর্জনের পর দোভাষী হিসেবে ক্যারিয়ার গড়তে পারেন। এ ক্ষেত্রে ইংরেজি, ফ্রেঞ্চ, হিন্দি, জার্মান প্রভৃতি ভাষার চাহিদা বেশি। দোভাষী হিসেবে কাজ শুরু করলে উচ্চ বেতনের চাকরি ও বিদেশে যাওয়ার সুযোগ পাওয়া যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপান স্টাডিজ সেন্টারের খণ্ডকালীন শিক্ষক ও সাবেক ভারপ্রাপ্ত পরিচালক নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, ‘কোনো দেশের ভাষা শিখলে সে দেশের অর্থনীতি, রাজনীতি, সমাজ ইত্যাদি সম্পর্কে অনেক কিছু জানা যায়। একই সঙ্গে চাকরির বাজারে নিচের গুরুত্ব বাড়ে।
স্পেনে দোভাষী হিসেবে স্পেন পুলিশ বাহিনী ও আদালতে কাজ করেন ফরিদপুরের শওকত আলী। তিনি জানান, বিদেশে বাংলাদেশি দূতাবাসে কাজের সুযোগ ছাড়াও বাংলাদেশি কমিউনিটিতে দোভাষী হিসেবে কাজের সুযোগ আছে।
ট্যুরিস্ট গাইড হিসাবে চাকরির সুযোগ
পেশা হিসেবে ট্যুরিস্ট গাইড বেশ রোমাঞ্চকর। কক্সবাজার ট্যুরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদ উদ দৌলা আশিক জানান, দেশে ট্যুরিজম কম্পানির সংখ্যা অনেক। এসব প্রতিষ্ঠানে আছে ট্যুরিস্ট গাইডের অনেক চাহিদা। ঘুরতে ভালোবাসেন, বিভিন্ন এলাকা সম্পর্কে ভালো ধারণা রাখেন, পছন্দ করেন মানুষের সঙ্গে মিশতে-এমন যে কেউ বিদেশি ভাষা শিখে পেশা গড়তে পারেন পর্যটনশিল্পে।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক খালিদ বিন মুজিব জানান, সারা দেশের পর্যটন মোটেলগুলোতে বিদেশি ভাষা জানা ব্যক্তিরাই অগ্রাধিকার পায়।
দেশে বসেই বিদেশের কাজ করতে পারবেন
বিদেশি ভাষা শিখে অনলাইনে কাজ করে অনেক আয় করা সম্ভব। বিভিন্ন ভাষায় প্রচুর ফ্রিল্যান্সিং ওয়েবসাইট আছে। এসব সাইট থেকে অনুবাদের কাজ পেতে পারেন। যাঁরা অনুবাদে ভালো তাঁরা ঘরে বসেই অনলাইনে আয় করতে পারেন। অনলাইনে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করা মিরপুরের সাধন কুমার মোহন্ত জানান, অনুবাদ ও ক্রিয়েটিভ রাইটিংয়ে দখল থাকলে অনলাইনে ভালো আয় করা যায়। এর জন্য ইংরেজি ও অন্যান্য বিদেশি ভাষা জানার প্রয়োজন পড়ে।
বিদেশি ভাষা শিখলে কেমন আয়-রোজগার করতে পারবেন
আলিয়ঁস ফ্রঁসেজের ফরাসি ভাষা শিক্ষক ও ৯ বছর ধরে দোভাষী হিসেবে কাজ করা কাজী আবদুল্লাহ আল মুক্তাদির জানান, বেতন নির্ভর করে কে কোন ভাষা শিখেছে ও বাজারে তার চাহিদা কেমন তার ওপর। পর্যটন মোটেল কিংবা পর্যটন এলাকাকেন্দ্রিক হোটেলে বেতন পাওয়া যায় ১৫ থেকে ৩০ হাজার টাকা। অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে বাড়ে বেতনও।
কোনো অনুবাদ প্রতিষ্ঠানে অনুবাদক হিসেবে কাজ করলে শুরুতে ১০ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত পাওয়া যায়। নিয়মিত কাজের পাশাপাশি খুচরা কাজ করলে পৃষ্ঠাপ্রতি অনুবাদে পাওয়া যায় ১০০ থেকে ১৫০ টাকা। মোহাম্মদপুরের আনন্দ অনুবাদে কাজ করেন আবদুস সাত্তার। জানান, আট হাজার টাকা বেতনে শুরু করলেও এখন তাঁর বেতন ১৫ হাজার টাকা। তিনি আরবি ভাষা শিখে এ প্রতিষ্ঠানে যোগ দিয়েছিলেন। অ্যামাজিং ট্যুরসের সেলস ম্যানেজার সাইফুল ইসলাম ভুঁইয়া জানান, ট্যুর কম্পানিগুলোয় ১৫ হাজার থেকে শুরু করে ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনে কাজ পাওয়া যায়। বিভিন্ন দূতাবাসে অনুবাদক ও দোভাষী হিসেবে কাজ করলে মাসে ২৫ থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত আয় করা যায়।
প্রয়োজনীয় ব্লগঃ বিমান বাহিনীর অফিসার ক্যাডেট পদে যোগ দিতে কি কি যোগ্যতা লাগে?
ভাষা শেখার প্রতিষ্ঠান গুলো কোথায় অবস্থিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আধুনিক ভাষা ইনস্টিটিউটে আছে বিদেশি ভাষা শেখার সুযোগ। আরবি, চীনা, ফরাসি, জার্মান, জাপানি, কোরিয়ান, স্প্যানিশ, তুর্কি, রাশিয়ান, ইতালিয়ান ও ফার্সি ভাষার কোর্স চালু আছে প্রতিষ্ঠানটিতে। সবাই এসব কোর্স করতে পারে, তবে প্রার্থীকে কমপক্ষে এইচএসসি পাস হতে হয়। ইংরেজি ভাষা কোর্সও চালু আছে ভাষা শিক্ষার এ প্রতিষ্ঠানে। তবে কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই ইংরেজি কোর্স করতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপান স্টাডিজ সেন্টারে দুই বছরমেয়াদি মাস্টার্স কোর্সে জাপানি ভাষা শেখানো হয়। চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও বিভিন্ন বিদেশি ভাষা শেখানো হয়। এ ছাড়া ব্রিটিশ কাউন্সিলে ইংরেজি, আলিয়ঁস ফ্রঁসেজে ফরাসি, গ্যেটে ইনস্টিটিউটে জার্মান এবং রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রে রুশ ভাষা শেখানো হয়। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানেও আছে বিভিন্ন বিদেশি ভাষা শেখার সুযোগ। এর মধ্যে একুশে এবং ঢাকা ল্যাঙ্গুয়েজ ক্লাবে শেখানো হয় ২৫টি ভাষা। গ্লোবালে শেখানো হয় কোরীয়, স্প্যানিশ, জার্মান, চীনা, আরবি, সুইডিশ, ইতালীয় ও গ্রিক ভাষা।
কোর্সের মেয়াদ সম্পর্কে জানুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের বেশির ভাগ কোর্সই এক বছরমেয়াদি। কিছু কিছু ভাষার স্বল্পমেয়াদি কোর্স চালু আছে। এ ছাড়া রয়েছে চার বছরমেয়াদি ডিপ্লোমা কোর্সের সুযোগ। আলিয়ঁস ফ্রঁসেজের কোর্সের মেয়াদও এক বছর, তবে ক্লাসের সময় ও সংখ্যা বাড়িয়ে ছয় মাসে কোর্স শেষ করা যায়। গ্যেটে ইনস্টিটিউটে কোর্সের মেয়াদ এক বছর। রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রে তিন থেকে ৯ মাসের কোর্সে রুশ ভাষা শেখানো হয়। ব্রিটিশ কাউন্সিলে চালু আছে ইংরেজি ভাষা শেখার চারটি কোর্স।
ভর্তি হতে কত খরচ লাগতে পারে
আধুনিক ভাষা ইনস্টিটিউটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরের ছাত্রছাত্রীদের জন্য কোর্স ফি তিন থেকে চার হাজার টাকা। রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রে প্রতি সেমিস্টারে খরচ পড়বে দুই হাজার ৫০০ থেকে তিন হাজার টাকা। আলিয়ঁস ফ্রঁসেসে তিন মাসমেয়াদি প্রতিটি সেমিস্টারের জন্য খরচ পড়বে পাঁচ হাজার ৭০০ থেকে ১২ হাজার ৩০০ টাকা পর্যন্ত। গ্যেটে ইনস্টিটিউটে গুনতে হবে ১০ থেকে ২১ হাজার টাকা। ব্রিটিশ কাউন্সিলের খরচ পড়ে সাড়ে ১৬ হাজার টাকা।
কোথায় কখন ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হয়
মে-জুন মাসে আধুনিক ভাষা ইনস্টিটিউটের জুনিয়র কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু হয়। এ ছাড়া বছরের যেকোনো সময় রয়েছে বিভিন্ন স্বল্পমেয়াদি কোর্সে ভর্তির সুযোগ। অন্যান্য ভাষা শিক্ষাপ্রতিষ্ঠানেও প্রায় একই নিয়ম মেনে ভর্তি করা হয়। ব্রিটিশ কাউন্সিলের কাস্টমার সেলস ম্যানেজার আহসানুল জানান, ব্রিটিশ কাউন্সিলের কোর্সগুলোয় ভর্তির জন্য ৪৫ মিনিটের ‘প্লেসমেন্ট টেস্ট’ দিতে হয়। ইংরেজি জ্ঞানের স্তর পরিমাপ করার জন্য এ পরীক্ষা। আগামী ২৫ মার্চ থেকে ব্রিটিশ কাউন্সিলে নতুন কোর্স শুরু হবে।
বাংলাদেশে কোথায় বিদেশি ভাষা শিখবেন
- আধুনিক ভাষা ইনস্টিটিউট
- ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।
- ওয়েব : www.du.ac.bd
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম।
- ওয়েব : www.cu.ac.bd
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার।
- ওয়েব : www.juniv.edu
- ব্রিটিশ কাউন্সিল : ৫ ফুলার রোড, ঢাকা।
- রফিক টাওয়ার, ৯২, আগ্রাবাদ, চট্টগ্রাম।
- ব্লক ডি, শাহজালাল উপশহর, সিলেট।
- ওয়েব : www.britishcouncil.org.bd
- আলিয়ঁস ফ্রঁসেজ :
- ২৬ মিরপুর রোড, ধানমণ্ডি, ঢাকা।
- বাড়ি-৮, রোড-৭, গুলশান-১, ঢাকা।
- ঈশা খাঁ এভিনিউ, সেক্টর-৬, উত্তরা, ঢাকা।
- ১২৩ ফজলুল কাদের রোড, পাঁচলাইশ, চট্টগ্রাম।
- ওয়েব : www.afdhaka.org
- গ্যেটে ইনস্টিটিউট
- বাড়ি নম্বর-১০, ধানমণ্ডি-৯ (নতুন), ঢাকা।
- ওয়েব : www.goethe.de/ins/bd/en/dha.html
- রুশ বিজ্ঞান ও সংস্কৃতিকেন্দ্র
- বাড়ি-৫১০, ধানমণ্ডি-৭, ঢাকা।
- ওয়েব : bgd.rs.gov.ru/en
- ঢাকা ল্যাঙ্গুয়েজ ক্লাব
- রোড-১৭, বাড়ি-২৯, ব্লক-ই, বনানী, ঢাকা।
- ওয়েব : www.dhakalanguageclub.com
- গ্লোবাল
- ১৮ ইন্দিরা রোড, ফার্মগেট, ঢাকা।
- একুশে
- রোড-১১, বাড়ি-১/২, ১১/এ, মিরপুর, ঢাকা।