পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ রাবার বোর্ড এর রাজস্ব খাতভুক্ত সাতটি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এসব পদে মোট ৩৪ জন চাকরির সুযোগ পাবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।
বাংলাদেশ রাবার বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
পদের নাম: ব্যক্তিগত কর্মকর্তা
পদ সংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রী এবং শিক্ষা জীবনে কোন পরিক্ষায় একাধিক তৃতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহনযোগ্য নয়।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড ১৪)
পদের নাম: ভান্ডার কর্মকর্তা
পদ সংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রী এবং শিক্ষা জীবনে কোন পরিক্ষায় একাধিক তৃতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহনযোগ্য নয়।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড ১৪)
পদের নাম: ল্যাবরেটরি এসিস্ট্যান্ট
পদ সংখ্যা: 2
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বিদ্যা, জৈব রসায়ন, উদ্ভিদ বিজ্ঞান বা কৃষি বিজ্ঞান সহ বিজ্ঞানে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রী এবং শিক্ষা জীবনে কোন পরিক্ষায় একাধিক তৃতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহনযোগ্য নয়।
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড ১৫)
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১০
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস এবং প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দ টাইপ করার গতি থাকতে হবে। কম্পিউটারে Word Processing সহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)
পদের নাম: আমিন/সার্ভেয়ার
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে ডিপ্লোমা ইন ইন্জিনিয়ারিং ( সার্ভে ) উত্তীর্ণ।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড ১৪)
পদের নাম: গাড়ি চালক
পদসংখ্যা: ৭
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরিক্ষায় উত্তীর্ণ। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক লাইসেন্সধারী। যানবহন পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)
পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ১২
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরিক্ষায় দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে উত্তীর্ণ ।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড ২০)
বয়সসীমা
আবেদন শুরুর দিন ২১ ডিসেম্বর ২০২১ তারিখে সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর। ২৫ মার্চ ২০২০ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩০ বছর।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের এ ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে ফোন করে সাহায্য নেওয়া যাবে।
আবেদনের সময়
২১ ডিসেম্বর ২০২১ সকাল ১০টা থেকে আবেদন শুরু, আবেদন করা যাবে আগামী ১১ জানুয়ারি ২০২২, বিকেল পাঁচটা পর্যন্ত।
আবেদনপত্রে প্রার্থীর দেওয়া কোনো তথ্য নিয়োগ কার্যক্রমের যেকোনো পর্যায়ে বা নিয়োগদানের পর অসত্য/ ত্রুটিপূর্ণ/ ভুয়া প্রমাণিত হলে তাঁর আবেদনপত্র/ নির্বাচন/ নিয়োগ সরাসরি বাতিল করা হবে। পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য এই ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনকারীকে লিখিত/ মৌখিক/ ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ ডিএ প্রদান করা হবে না।